নিরাপদ ইন্টারনেট নারীদের অংশগ্রহণ বাড়াবে প্রযুক্তিতে

২৮ এপ্রিল, ২০২১ ১৪:১০  
প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়তে থাকায় নারীরা এ সেক্টরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বেশি। নারীরা ইন্টারনেটে নিরাপদ থাকলে দ্রুতই প্রযুুক্তি সেক্টরে নারীদের অংশগ্রহন বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এ সেক্টরের সংশ্লিষ্টরা। আজ বুধবার এটুআই এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ‘ডিজিটাল অ্যান্ড ইকোনমি ইমপাওয়ারমেন্ট অব গার্লস অ্যান্ড ইয়াং ওমেন থো আইসিটি’ শীর্ষক এক ভার্চুয়াল সম্মেলনে এমনটা জানান তারা। ইন্টারনেট জগত নিরাপদ না হলে পরিবারও প্রযুক্তি সেক্টরে নারীদের অংশগ্রহণে আগ্রহ দেখাবে না জানিয়ে আইসিটি বিভাগের ডেপুটি সেক্রেটারি হাসিনা বেগম বলেন, দেশের ইন্টারনেট জগতকে যতদিন নিরাপদ করা না যাবে ততদিন এ সেক্টরের নারীর অংশগ্রহণ বাড়বে না। পরিবারও তাদের আগ্রহ দেখাবে না নারীরা এ সেক্টরে আসুক। সাইবার জগত নিরাপদ রাখতে আমরা কাজ করে যাচ্ছি। পরিবার এবং সন্তান সবাইকে সাইবার বুলিং এর ধারনা দিতে হবে জানিয়ে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রাপ্ত সাদাত রহমান বলেন, শহরের মেয়েরা সব কিছুর সুযোগ সুবিধা পেয়ে থাকে, তারা সাইবার বুলিং সর্ম্পকে ভালো ধারনা রাখে, কিন্ত সব চেয়ে বেশি সমস্যা গ্রামে। তারা সাইবার বুলিংয়ের শিকার হলে কোথাও যেতে পারে না। পরিবারকেও সাইবার বুলিং নিয়ে ভালো ধারনা দিতে হবে। কেউ বুলিংয়ের শিকার হলে তার পাশে সবাইকে দাঁড়াতে হবে। তাকে মোটিভেট করতে হবে। আইসিটি সেক্টরে নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রচার-প্রচারণার দিকে বেশি গুরুত্ব দিতে বলেন উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। গুগল ডেভেলপার গ্রুপের ম্যানেজার রাখশান্দা রুখাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া নিলা।